কেয়া পায়েল বাংলাদেশী অভিনেত্রী ও মডেল – Keya Payel
কেয়া পায়েল
বাংলাদেশী অভিনেত্রী ও মডেল
কেয়া আক্তার পায়েল (জন্ম ১১ মার্চ ১৯৯৪) যিনি কেয়া পায়েল নামে পরিচিত, একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। তিনি বাংলাদেশের নাটকে তার কাজের জন্য বেশিরভাগ জনপ্রিয়। তিনি প্রধান অভিনেত্রী হিসেবে ইন্দুবালা ছবিতে কাজ করেছেন। ছবিটি ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
প্রাথমিক ও শিক্ষা জীবন | কেয়া পায়েল
কেয়া আক্তার পায়েল ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় ১১ মার্চ ১৯৯৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি উত্তরা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন এবং ২০২০ সালের নভেম্বর পর্যন্ত সাউথইস্ট ইউনিভার্সিটিতে আইন অধ্যয়নরত ছিলেন।
কর্মজীবন | পায়েল
নাটক
১. একটাই আমার তুমি
২. জিরো
৩. গুড্ডি
৪. আননোন লাভার
৫. ফ্লাইং কিস
৬. সেদিন বৃষ্টি হবে
৭. মেঘ কেটে যাওয়া রোদ
৮. হৃদ মাঝারে
৯. স্যার এর বিয়ে
১০. ক্রাইম পার্টনার
১১. ম্যাড ম্যান
১২. গো টু হেল
১৩. সরি বিন্দু
চলচ্চিত্র
১. ইন্দুবালা (২০১৯)
মিউজিক ভিডিও
১. ভালোবাসি তাই- তাহসান খান
২. কেন এতো চাই তোকে – ইমরান মাহমুদুল ও ফাইরুজ লাবিবা
৩. আলো – ইমরান মাহমুদুল ও পনি চাকমা
৪. এতো ভালবাসি- ইমরান মাহমুদুল
৫. দাড়ি কমা – শেখ সাদি
৬. পরাণ বন্ধুরে – ইমরান মাহমুদুল
ট্যাগ: অভিনেত্রী চলচ্চিত্র অভিনেত্রী বাংলাদেশী অভিনেত্রী মডেল