খুলনায় দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী, গ্রেফতার ৪

বার্তাসেন্টার সংবাদদাতা

সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ২২:২০

খুলনায় এক নারী (২৩) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত রবিবার রাতে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার নারী

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার রাতে ওই নারী সাড়ে তিন বছরের কন্যাকে নিয়ে বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে ওই নারীর মুখ বেঁধে ধর্ষণ করে। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাকে থানা হেফাজতে নেয়।

স্থানীয় ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন জানান, ওই নারীর স্বামী ইটভাটায় শ্রমিকের কাজ করেন। যে কারণে বছরের ছয় মাস তাকে বাড়ির বাইরে থাকতে হয়। এ সুযোগে দুর্বৃত্তরা এ পাশবিক ঘটনা ঘটিয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হোসেন জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী নিজেই বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। এরমধ্যে চারজন এজাহারভুক্ত ও একজন অজ্ঞাত আসামি রয়েছে। অভিযুক্তদের দেখলে তিনি চিনতে পারবেন বলে এজাহারে উল্লেখ করেছেন।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *