লিটন দাস (Litton Das) বাংলাদেশী ক্রিকেটার

লিটন দাস ক্রিকেটার
ক্রিকেটার লিটন দাস Litton Das

লিটন কুমার দাস

বাংলাদেশী ডানহাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার

লিটন কুমার দাস বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য লিটন দাস ডানহাতি ব্যাটার ও উইকেট-কিপার। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে থাকেন। বাংলাদেশের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৯ দল সহ ঢাকা গ্ল্যাডিয়টর্সে খেলেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করছেন তিনি।

ব্যক্তিগত জীবন | লিটন দাস
লিটন কুমার দাস ১৯৯৪ সালে ১৩ অক্টোবর রবিবার দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০১৯ সালের জুলাই মাসে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে বিবাহ করেন।

খেলোয়াড়ি জীবন | লিটন দাস

১৭ অক্টোবর ২০১১ ইং তারিখে ঢাকা বিভাগের বিপক্ষে তার প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। ২০১৪-১৫ মৌসুমে প্রথম-শ্রেণির ক্রিকেটে ১৫ ইনিংসে ১১৩৬ রান সংগ্রহ করেন তিনি।

সফরকারী পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ২২ এপ্রিল বাংলাদেশ দল তাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকের জন্য দল ঘোষণা করে। তন্মধ্যে ক্যাপবিহীন অবস্থায় লিটন দাস-সহ মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর ২৪ এপ্রিল বাংলাদেশ টেস্ট দলের নাম ঘোষণা করা হয়। সৌম্য সরকার ও মোহাম্মদ শহীদের সাথে তিনিও ১৪-সদস্যের দলে অন্তর্ভুক্ত হন। কিন্তু দুই-টেস্টের সিরিজে খেলার সুযোগ ঘটেনি তার।
এরপর সফরকারী ভারতের বিপক্ষে নিয়মিত উইকেট-কিপার মুশফিকুর রহিমের আঙুলের চোটের কারণে একমাত্র টেস্ট খেলার জন্য তাকে দলে রাখা হয়।

১০ জুন ২০১৫ খ্রি. বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে তার। সফরকারী ভারত দলের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত অভিষেক টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস ৪৪ রান তোলেন ৪৫ বলে ৮ চার ও ১ ছক্কার সাহায্যে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টেস্টে তার এ রানটি অভিষেকে বাংলাদেশী উইকেট-কিপারদের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও তিনি তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে উইকেট-রক্ষণের দায়িত্ব পেয়েছেন।

৫ জুলাই, ২০১৫ ইংরেজী তারিখে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ৪৬তম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ২ খেলার টি২০আই সিরিজের প্রথমটিতে তিনি নাসির হোসেনের বলে কুইন্টন ডি ককের একমাত্র ক্যাচ নেন।

এছাড়াও ব্যাটিংয়ে নেমে ২৬ বল মোকাবেলা করে সাকিব আল হাসানের পর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান তুলেন এক ছক্কার সাহায্যে। লিটন দাস ডেভিড উইসে’র বলে এবি ডি ভিলিয়ার্সের হাতে ধরা পড়েন। ঐ খেলায় তার দল ৫২ রানে পরাজিত হয়ে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।

একদিনের ক্রিকেটে লিটন দাশ তার প্রথম সেঞ্চুরি করেন ভারতের বিপক্ষে, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বরে।

২০১৯ সালের এপ্রিলে যখন বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয় তখন সেখানে লিটন দাসের নামও ছিল। ১৭ জুন ২০১৯ টানটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপে তার অভিষেক হয়। তিনিই কোন বাংলাদেশী ক্রিকেটার যিনি অভিষেক খেলায় হ্যাট্রিক বাউন্ডারীর রেকর্ড করেন। পঞ্চম উইকেটে খেলতে নেমে লিটন ৯৪ রানে অপরাজিত ছিলেন এবং বাংলাদেশ দল ৭ উইকেটের বিশাল জয় পায়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় দ্রুতত ফিফটি করেছেন লিটন দাস। ২০২২ সালে অ্যাডিলেডে ভারতে বিপক্ষে ২১ বলে ফিফটি পূর্ণ করেছিলেন লিটন দাস। প্রথম দ্রুততম ফিফটি মোহাম্মদ আশরাফুলের, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে।

২০২২ সালে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার লিটন।
লিটন দাস ২০২২ সালের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। ব্যাট হাতে ৫০ ইনিংস খেলে করেছেন ১৯২১ রান। ৩ শতকের সাথে করেছেন ১৩ অর্ধ-শতক, গড় ৪০.০২। লিটনের চেয়ে কেবল ২০২২ সালে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন বাবর আজম২৫৮৪ রান।

এই বায়োগ্রাফির কোনো তথ্য আপডেট বা যুক্ত করতে bartacenterbd@gmail.com এই ঠিকানায় ইমেইল করুন। ধন্যবাদ ***