পূজা চেরি রায় (Puja Cherry Roy) বায়োগ্রাফি

পূজা চেরি রায়
পূজা চেরি - Puja Cherry

পূজা চেরি রায়

বাংলাদেশী মডেল ও অভিনেত্রী

পূজা চেরি রায় একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

প্রাথমিক এবং শিক্ষা জীবন

পূজা চেরি খুলনার গাজীরহাটে জন্মগ্রহণ করেন। তিনি মগবাজার গার্লস হাই স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন, বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে ২০১৯ সালে তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ২০২১-২২ সালে সিদ্ধেশ্বরী কলেজ থেকে আর্টস গ্রুপ থেকে তার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সম্পন্ন করেন।

কর্মজীবন – পূজা চেরি

পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ (২০১২), তবুও ভালোবাসি (২০১৩), অগ্নি (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত রায়।

তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন ২। নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত নায়ক সিয়াম আহমেদ। একই বছরে নভেম্বরের শেষের দিকে দহন চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়।

বছরচলচ্চিত্রচরিত্রপরিচালক
২০১২ভালোবাসার রঙশিশু শিল্পীশাহীন-সুমন
মোস্ট ওয়েলকামশিশু শিল্পীঅনন্য মামুন
২০১৩মাই নেম ইজ খানশিশু শিল্পীদিউল আলম খোকন
তবুও ভালোবাসিশিশু শিল্পীমনতাজুর রহমান আকবর
২০১৪সাহসী প্রেমিকাশিশু শিল্পীবদিউল আলম খোকন
অগ্নিকিশোরী তানিশাইফতেখার চৌধুরী
মোস্ট ওয়েলকাম ২পুলিশ অফিসার আরিয়ানের বোনঅনন্ত জলিল
২০১৫ভালোবাসতে মন লাগেকায়সার কালাম
ব্ল্যাকমেইলকিশোরী অরিনঅনন্য মামুন
২০১৬কৃষ্ণপক্ষকিশোরী জেবামেহের আফরোজ শাওন
বাদশা-দ্যা ডনবাদশা’র বোনবাবা যাদব
২০১৮নূর জাহানজাহানঅভিমন্যু মুখার্জী
পোড়ামন ২পরীরায়হান রাফি
দহনআশারায়হান রাফি
২০১৯প্রেম আমার টুঅপূর্বাবিদুলা ভট্টাচার্য্য
২০২২শানরিয়াএম এ রাহিম
সাইকোজাহান খানঅনন্য মামুন
গলুইমালাএস এ হক অলিক
হৃদিতাহৃদিতাইস্পাহানি আরিফ জাহান
২০২৩জ্বীনমোনালিসানাদের চৌধুরী
পরিপরিমাহমুদুর রহমান হিমি
২০২৪মাসুদ রানাসোহানাসৈকত নাসির
ক্যাশসৈকত নাসির
নাকফুলঅলক হাসান
লিপস্টিককামরুজ্জামান রোমান
দরদিয়াকামরুজ্জামান রোমান

এই বায়োগ্রাফির কোনো তথ্য আপডেট বা যুক্ত করতে bartacenterbd@gmail.com এই ঠিকানায় ইমেইল করুন। ধন্যবাদ ***