নাদিয়া আহমেদ বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী – Nadia Ahmed
নাদিয়া আহমেদ
বাংলাদেশী অভিনেত্রী এবং নৃত্যশিল্পী
নাদিয়া আহমেদ একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী, মডেল এবং নৃত্যশিল্পী। ১৯৮৬ সালে বাংলাদেশ টেলিভিশন- বিটিভির শিশু অনুষ্ঠান ‘শিশুমেলা’ দিয়ে শোবিজ যাত্রা শুরু হয় নাদিয়া আহমেদের। ১৯৯২ সালে বিটিভির ‘বারো রকমের মানুষ’ ধারাবাহিকের ‘বৈচি’ চরিত্রের মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে পরিচিতি পান।
ব্যক্তিগত জীবন | নাদিয়া আহমেদ
নাদিয়া আহমেদ ১৯৮২ সালের ৩১ আগস্ট পিরোজপুরে জন্মগ্রহণ করেন। নাদিয়া ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে পড়াশুনা করেছেন। ২০০৮ অভিনেতা মনির খান শিমুলের সাথে নাদিয়া বিয়ে করেছিলেন। তারা ৫ বছর একসাথে ছিলেন। ২০১৩ সালের নভেম্বরে তাদের মৌখিক বিচ্ছেদ ঘটে। ১৪ জানুয়ারী ২০১৬ তারিখে তিনি একটি ব্যক্তিগত পরিবারের অনুষ্ঠানে অভিনেতা এবং মডেল এফএস নাঈমের সাথে বিয়ে করেন। ১৬ই জানুয়ারী গুলশান ক্লাব এ তাদের অভ্যর্থনা অনুষ্ঠান হয়।
কর্মজীবন | নাদিয়া আহমেদ
- শিশুমেলা (১৯৮৬), টেলিভিশন অভিষেক
- বড় রকমের মানুষ(১৯৯২)
- দূরের মানুষ (১৯৯৯)
- নীল রঙের গল্প (২০১৩)
- চার কন্যা (২০১৫)
- অবশেষে কাছে এসে (২০১৫)
- নীল মেঘ কুয়াশা আর ভালবাসা (২০১৫)
- একটি বাবুই পাখির বাসা (২০১৬)
- পাগলা হাওয়ার দিন (২০১৬)
- ওরা বখাটে (২০১৬)
- মেঘের পরে মেঘ জমেছে (২০১৬-১৭)
- আয়না ঘর (২০১৬-২০১৭)
- অল্প স্বল্প গল্প (২০১৭)
- বৃষ্টিদের বাড়ি (২০১৭)
- বাবুই পাখির বাসা (২০১৭)
- চাইল্ডহুড লাভ (২০১৭)
- রবিনহুড আসে নাই তাই (২০১৭)
- ২০০ কাঠবেলি (২০১৭)
- ব্লাইন্ডনেস (২০১৭)
- স্বাস্থ্যই সকল সুখের মূল (২০১৭)
- তোর কপালে দুঃখ আছে (২০১৭)
- অবশেষে অবসান (২০১৭)
- স্বীকৃতি (২০১৭)
- তোমায় হৃদ মাঝারে রাখবো (২০১৭)
- শীল বাড়ি (২০২০)
- হিল্লা বিয়ে(২০২১)
- কাঁটা হেরি ক্ষান্ত কেন(২০২১)
ট্যাগ: অভিনেত্রী বাংলাদেশী অভিনেত্রী বিনোদন মডেল