ইয়ামিন হক ববি চলচ্চিত্র অভিনেত্রী (Bobby Haque)

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

ইয়ামিন হক ববি

বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ইয়ামিন হক ববি । জন্ম: ১৮ আগস্ট ১৯৮৭ খ্রি.। ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তিপ্রাপ্ত খোঁজ-দ্য সার্চ সিনেমার মধ্য দিয়ে ঢালিউড জগতে তার অভিষেক ঘটে। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।

শৈশব ও শিক্ষাজীবন | ববি
ববি হক ১৯৮৭ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা কে এম এনামুল হক এবং মাতা ভিকারুন্নেসা হক। তিনি ধানমন্ডির কামরুন্নেসা হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন৷ মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি.) এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পাস করেন। পরবর্তীতে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বি.বি.এ) ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন | ববি হক
ইয়ামিন হক ববি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। ২০১১ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে “মিস এশিয়া প্যাসিফিক” নামে একটি পুরস্কার জিতেন। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে সফলতা লাভ করে। তার পরবর্তী সিনেমা শাকিব খান অভিনীত “ফুল অ্যান্ড ফাইনাল”। ২০১৪ সালে তাকে অ্যাকশন জেসমিন চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে দেখা যায়। ২০১৮ সালে তিনি সুপারহিরো চলচ্চিত্র বিজলী ও মারপিঠধর্মী মাসালা চলচ্চিত্র বেপরোয়া-য় অভিনয় করেন। বিজলী পহেলা বৈশাখে এবং বেপরোয়া ঈদুল আযহায় মুক্তি পায়।

ইয়ামিন হক ববি চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রসহ-শিল্পীপরিচালক
২০১০খোঁজ: দ্য সার্চঅনন্ত জলিলইফতেখার চৌধুরী
২০১৩দেহরক্ষীকাজী মারুফ
আনিসুর রহমান মিলন
ইফতেখার চৌধুরী
ফুল এন্ড ফাইনালশাকিব খানমালেক আফসারী
ইঞ্চি ইঞ্চি প্রেমবাপ্পি চৌধুরীরাজু চৌধুরী
২০১৪রাজত্বশাকিব খানইফতেখার চৌধুরী
অ্যাকশন জেসমিনসাইমন সাদিকইফতেখার চৌধুরী
স্বপ্নছোঁয়াসাইমন সাদিকশফিক হাসান
ওয়ান ওয়েআনিসুর রহমান মিলনইফতেখার চৌধুরী
হিরো: দ্যা সুপারস্টারশাকিব খানবদিউল আলম খোকন
আই ডোন্ট কেয়ারবাপ্পি চৌধুরীমোহাম্মদ হোসেন
সালাম মালেয়শিয়ামনতাজুর রহমান আকবর
ফলো মিরাজু চৌধুরী
২০১৫পিকনিকইফতেখার চৌধুরী
না বলা ভালোবাসা
রাজাবাবু – দ্য পাওয়ারশাকিব খানবদিউল আলম খোকন
ব্ল্যাকমেইলআনিসুর রহমান মিলনঅনন্য মামুন
আরো ভালোবাসবো তোমায়শাকিব খানএস এ হক অলিক
২০১৮বিজলীইফতেখার চৌধুরী
২০১৯বেপরোয়াজিয়াউল রোশানরাজা চন্দ
নোলকশাকিব খানরাশেদ রাহা ও সাকিব সনেট ও দল
রক্ত মুখি নীলা
২০২০আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাসৈকত নাসির
রণযোদ্ধাকাওসার মাহমুদ, সানী সানোয়ার, গৌতম কৈরী, কামরুল ইসলাম রিফাত, সাকিব সনেট, রাইসুল ইসলাম অনিক, রাশিদ পলাশ
২০২৪ময়ূরাক্ষীআদর আজাদরাশিদ পলাশ

পুরস্কার ও সম্মাননা

  • মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ২০১১ বিজয়ী

এই বায়োগ্রাফির কোনো তথ্য আপডেট বা যুক্ত করতে bartacenterbd@gmail.com এই ঠিকানায় ইমেইল করুন। ধন্যবাদ ***