ইয়ামিন হক ববি চলচ্চিত্র অভিনেত্রী (Bobby Haque)
ইয়ামিন হক ববি
বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী
বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ইয়ামিন হক ববি । জন্ম: ১৮ আগস্ট ১৯৮৭ খ্রি.। ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তিপ্রাপ্ত খোঁজ-দ্য সার্চ সিনেমার মধ্য দিয়ে ঢালিউড জগতে তার অভিষেক ঘটে। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
শৈশব ও শিক্ষাজীবন | ববি
ববি হক ১৯৮৭ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা কে এম এনামুল হক এবং মাতা ভিকারুন্নেসা হক। তিনি ধানমন্ডির কামরুন্নেসা হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন৷ মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি.) এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পাস করেন। পরবর্তীতে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বি.বি.এ) ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন | ববি হক
ইয়ামিন হক ববি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। ২০১১ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে “মিস এশিয়া প্যাসিফিক” নামে একটি পুরস্কার জিতেন। তারপর তাকে দেখা যায় ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষী সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে সফলতা লাভ করে। তার পরবর্তী সিনেমা শাকিব খান অভিনীত “ফুল অ্যান্ড ফাইনাল”। ২০১৪ সালে তাকে অ্যাকশন জেসমিন চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে দেখা যায়। ২০১৮ সালে তিনি সুপারহিরো চলচ্চিত্র বিজলী ও মারপিঠধর্মী মাসালা চলচ্চিত্র বেপরোয়া-য় অভিনয় করেন। বিজলী পহেলা বৈশাখে এবং বেপরোয়া ঈদুল আযহায় মুক্তি পায়।
ইয়ামিন হক ববি চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | সহ-শিল্পী | পরিচালক |
২০১০ | খোঁজ: দ্য সার্চ | অনন্ত জলিল | ইফতেখার চৌধুরী |
২০১৩ | দেহরক্ষী | কাজী মারুফ আনিসুর রহমান মিলন | ইফতেখার চৌধুরী |
ফুল এন্ড ফাইনাল | শাকিব খান | মালেক আফসারী | |
ইঞ্চি ইঞ্চি প্রেম | বাপ্পি চৌধুরী | রাজু চৌধুরী | |
২০১৪ | রাজত্ব | শাকিব খান | ইফতেখার চৌধুরী |
অ্যাকশন জেসমিন | সাইমন সাদিক | ইফতেখার চৌধুরী | |
স্বপ্নছোঁয়া | সাইমন সাদিক | শফিক হাসান | |
ওয়ান ওয়ে | আনিসুর রহমান মিলন | ইফতেখার চৌধুরী | |
হিরো: দ্যা সুপারস্টার | শাকিব খান | বদিউল আলম খোকন | |
আই ডোন্ট কেয়ার | বাপ্পি চৌধুরী | মোহাম্মদ হোসেন | |
সালাম মালেয়শিয়া | মনতাজুর রহমান আকবর | ||
ফলো মি | রাজু চৌধুরী | ||
২০১৫ | পিকনিক | ইফতেখার চৌধুরী | |
না বলা ভালোবাসা | |||
রাজাবাবু – দ্য পাওয়ার | শাকিব খান | বদিউল আলম খোকন | |
ব্ল্যাকমেইল | আনিসুর রহমান মিলন | অনন্য মামুন | |
আরো ভালোবাসবো তোমায় | শাকিব খান | এস এ হক অলিক | |
২০১৮ | বিজলী | ইফতেখার চৌধুরী | |
২০১৯ | বেপরোয়া | জিয়াউল রোশান | রাজা চন্দ |
নোলক | শাকিব খান | রাশেদ রাহা ও সাকিব সনেট ও দল | |
রক্ত মুখি নীলা | |||
২০২০ | আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা | সৈকত নাসির | |
রণযোদ্ধা | কাওসার মাহমুদ, সানী সানোয়ার, গৌতম কৈরী, কামরুল ইসলাম রিফাত, সাকিব সনেট, রাইসুল ইসলাম অনিক, রাশিদ পলাশ | ||
২০২৪ | ময়ূরাক্ষী | আদর আজাদ | রাশিদ পলাশ |
পুরস্কার ও সম্মাননা
- মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ২০১১ বিজয়ী
ট্যাগ: অভিনেত্রী চলচ্চিত্র অভিনেত্রী ঢালিউড বাংলাদেশী অভিনেত্রী মডেল