নির্বাচন ছাড়া দেশের ক্ষমতা পরিবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বার্তাসেন্টার সংবাদদাতা

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাকে যদি পার্সোনাল প্রশ্ন করেন আমি নিশ্চয়ই বলবো, তাদের ইলেকশনে আসা উচিত। তারা যদি বর্জন করে এটা তাদের নিজস্ব ব্যাপার, সেখানে আমার কিছু মনে করার প্রয়োজন মনে করি না। একজন রাজনীতিবিদ হিসেবে বলতে পারি তারা নিশ্চয়ই নির্বাচনে আসবেন। নির্বাচন ছাডা এই দেশের ক্ষমতা পরিবর্তন হবে না। ভোট ছাড়া ক্ষমতায় যাবার কোন সুযোগ নেই। জনগণও তা মানবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আজ বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের দ্বিতীয় তলায় ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ ও ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জিয়াউর রহমান বিজয়ী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির কর্মসূচি কোনটায় আমরা বাধা দিয়েছি? তারা বিশাল বিশাল সভা করেছে, প্রত্যেক জেলায় তারা সভা করেছে, প্রত্যেকটা ডিভিশনে তারা সভা করেছে, এখন আবার পদযাত্রা শুরু করেছে। মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে। সেখানে আমরা বলেছি করুন। আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *