এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি

বার্তাসেন্টার সংবাদদাতা

শনিবার, ৬ জুলাই ২০২৪, ২৩:২৬

চলতি মাসেই শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। আসন্ন এই এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন।

আম্পায়ার সাথীরা জাকির জেসি

শনিবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে জেসি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। নিজের অনুভূতি জানিয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো, নারী এশিয়া কাপ ২০২৪–এ নতুন যাত্রা শুরু হচ্ছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে আসন্ন নারী এশিয়া কাপের জন্য নির্বাচিত করেছে। শ্রীলঙ্কায় ১৮-২৮ জুলাই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমার জন্য সবাই দোয়া করবেন।”

আমাদের আরো খবর: ডায়াবেটিস রোগীরা কাঁঠাল খেতে পারবে।

আগামী ১৯ ‍জুলাই শ্রীলঙ্কায় পর্দা ‍উঠবে নারী এশিয়া কাপ। দিনের দ্বিতীয় ম্যাচেই সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে মালয়েশিয়া ও থাইল্যান্ড। আসরের দ্বিতীয় দিনেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

Comments

Comments are closed.