৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাহিন নিটওয়্যারের আগুন

বার্তাসেন্টার সংবাদদাতা

শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২, ২১:১১

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে জাহিন নিটওয়্যারের আগুন এখনও নিয়ন্ত্রেণে আসেনি। ফায়ার স্টেশনের ১৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জাহিন নিটওয়্যারের আগুন

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জাহিন নিটওয়্যার নামের ওই কারখানায় আগুন লাগে। কারখানার ভেতরে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকলেও কারখানা বন্ধ থাকায় সেসব কেউ ব্যবহার করতে পারেনি। কারখানা বন্ধ থাকায় কোনো শ্রমিক ভিতরে ছিলেন না।

খবর পেয়ে বন্দর, সোনারগাঁ ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের ১৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জাহিন নিটওয়্যারের মালিক এম জামালউদ্দিন জানান, আজ শুক্রবার কারখানা বন্ধ ছিল। বিকেল ৪টার দিকে আগুন লাগে। কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। কারখানা বন্ধ থাকায় ভেতরে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও সেসব কেউ ব্যবহার করতে পারেনি।

আরও সংবাদ পড়ুন: মোবাইলে গেমস খেলতে নিষেধ করায় শিক্ষার্থীর আত্মহত্যা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সোনারগাঁও রোডের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির উল্টো দিকে জাহিন নিটওয়্যার কারখানায় আগুন লাগার খবর পান তারা। কারখানা কমপ্লেক্সের তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলাগুলোতে আগুন জ্বলছে। প্রথমে ১০টি ইউনিট কাজ করলেও সন্ধ্যার পর আরও ৬টি ইউনিট নিটওয়্যারের আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জাহিন নিটওয়্যারের আগুন নেভাতে ফায়ার স্টেশনের ১৬ ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *