হিন্দি সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান
বার্তাসেন্টার সংবাদদাতা
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২, ২১:২৬দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের অভিনয় দক্ষতা দিয়ে বাংলা ভাষার দর্শকদের মন জয় করে রেখেছেন। ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ও পেয়েছেন তিনি। এবার হিন্দি দর্শকদের মন জয় করার পালা জয়ার।
চিত্রনায়িকা জয়ার নতুন সিনেমার নাম ‘করক সিংহ’। সিনেমাটি হিন্দি ভাষায় নির্মাণ করবেন কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসান ও বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ সিনেমার শুটিং সামনের মাসে শুরু হবে। এখনও তারিখ নির্ধারণ না হলেও সামনের মাসের শুরুর দিকেই শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
‘করক সিং’ ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। ছবির গল্প বাস্তব থেকে নেওয়া কিনা, তা এখনও খোলসা করা হয়নি। করক সিং সিনেমার শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।
আরও পড়ুন: অভিনেত্রী বুবলীকে ইঙ্গিত করে যা বললেন অপু বিশ্বাস।
বর্তমানে জয়া আহসান ভারতে অবস্থান করছেন। গোয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’য় অংশ নিয়েছেন তিনি।
Comments