সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বার্তাসেন্টার সংবাদদাতা

মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ২২:৫৬

সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এর উদ্যোগে আজ মঙ্গলবার (০৪ জানুয়ারি ২০২২) জয়পুরহাটের কালাই উপজেলার কুসুমশাড়া গ্রামে (পশ্চিম পাড়া) ৭০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ‘আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই এবং মানুষ মানুষের জন্য’ স্লোগান নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কম্বল বিতরণে সহযোগিতা করেন সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আরিফুল ইসলাম আরিফ।
তিনি বলেন, শীতের উষ্ণ কাপড় পেয়ে সবার মাঝে খুশি আনন্দ বিলিয়ে দেওয়ার অংশীদার হতে পেরে আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের প্রতি চির কৃতজ্ঞ।

আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট, সিইও এবং ভোলা জেলা ও দায়রা জজ প্রাণপ্রিয় শ্রদ্ধেয় জনাব মোঃ মহসিনুল হক স্যারের প্রতি। আমাকে এই কার্যক্রমে সহযোগী হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি খুবই আনন্দিত।

আমাদের আরও সংবাদ পড়ুন: লাখ টাকার বেশি জমলেই কেটে নেওয়া হচ্ছে আবগারি শুল্ক ১৫০ টাকা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *