সানি লিওন ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তা দেবেন
বার্তাসেন্টার সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৫৪ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। এখনও পর্যন্ত ভূমিকম্পে নিহত হয়েছে ৪৭ হাজারের বেশি মানুষ। আর্তদের সহায়তায় বিশ্বের নানা প্রান্ত থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এবার সেই সহায়তায় এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।
অভিনেত্রীর প্রসাধনী সংস্থা ‘স্টারস্ট্রাক বাই এসএল’-এর আয়ের ১০ শতাংশ ত্রাণের কাজে দান করার ঘোষণা দিয়েছেন এই দম্পতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা করে সানি লিখেছেন, ‘ভূমিকম্পের পরে আমরা আবার একসঙ্গে উঠে দাঁড়াতে পারবো। এই সময় আর্তদের সহায়তায় সবার এগিয়ে আসা উচিৎ।’
আরও পড়ুন: মারা গেছেন ‘আলিফ লায়লা’র সেই সিন্দাবাদ।
এ কাজে পাশে রয়েছেন স্বামী ড্যানিয়েল ওয়েবারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ-সাহায্য ঘোষণার পরে ড্যানিয়েল লেখেন, ‘তুরস্ক ও সিরিয়ার মানুষ অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। মনুষ্যত্বের খাতিরে আমাদের উচিৎ তাদের পাশে দাঁড়ানো।’
এদিকে, সানি লিওন ও ড্যানিয়েলের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন নেটিজেনরা।
Comments