সহপাঠীকে বিয়ে করলেন হারিস রউফ

বার্তাসেন্টার সংবাদদাতা

রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২, ১৩:০১

ঘরের মাটিতে আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের স্কোয়াডে জায়গা হয়নি তারকা পেসার হারিস রউফের। এই সময়েই হারিস রউফ শুভকাজটা সেরে ফেললেন।

বিয়ে করলেন হারিস রউফ

শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মাধ্যমে রউফের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসারের সতীর্থ ও বন্ধুরা।

হারিস রউফ ও মুজনা মাসুদ মালিক

হারিসের স্ত্রী তারই এক সময়ের সহপাঠী মুজনা মাসুদ মালিক। তিনি ইসলামাবাদ-ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। তাদের দুজনের সহপাঠী হিসেবে পরিচয় হয়েছিল, অতঃপর বিয়েতে পরিণয়।

২০২০ সালে লাহোরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় হারিস রউফ এর। পাকিস্তানের হয়ে একটি টেস্ট, ১৫টি ওয়ানডে এবং ৫৭ টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমান পাকিস্তান ক্রিকেট দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *