সরোজগঞ্জ বাজারে ফ্রি রক্তের গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

বার্তাসেন্টার সংবাদদাতা

সোমবার, ১০ অক্টোবর ২০২২, ২২:০২

‘হাসুক রোগী বাচুক প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে ও রক্তদানে উৎসাহকরণের লক্ষ্যে সরোজগঞ্জ বাজার ইসলামি সমাজ কল্যাণ ব্লাড ব্যংক এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ফ্রি রক্তের গ্রুপিং

আজ সোমবার (১০ অক্টোবর) চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে সারাদিনব্যাপী আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে ১৭৬ শত জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার।

আরও উপস্থিত ছিলেন- বাঁধন সংগঠন এর সজীবুল ইসলাম, সুজাউদ্দিন টুটুল, সাদিয়া আফরিন, আশা, মামুন, হাসিবুল, মশিউর। ইসলামি সমাজ কল্যন ব্লাড ব্যংক এর সহ সভাপতি রাকিব ইসলাম, হিমু আহমেদ হিম, কাবিল হাসান শুভ, সার্বিক সহযোগিতায় বি.আর.এম প্রাইভেট হসপিটাল প্রমুখ। ক্যাম্পেইনটি পরিচালনা করেন জাহিদ হাসান ও রাকিব ইসলাম।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ”সরোজগঞ্জ বাজার ইসলামি সমাজ কল্যাণ ব্লাড ব্যংক” এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের সহ-সভাপতি রাকিব ইসলাম বার্তাসেন্টারকে বলেন, ‘আমরা সারাদিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করেছি। আজ আমরা ১৭৬ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছি। বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী রক্তের গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *