সকালে উইকেট নিতে পারলে জয় সম্ভব: লিটন দাস

বার্তাসেন্টার সংবাদদাতা

রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২, ০৪:০১

দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। ভারতকে ১৪৫ রানের ছোট টার্গেট দিলেও তৃতীয় দিনের শেষ বিকেলে ভারতের ৪ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলেছে টাইগার বোলাররা। ভারতের জয়ের জন্য প্রয়োজন মাত্র ১০০ রান। অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৬ উইকেট। তবে বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস বলছেন সকালে উইকেট নিতে পারলে ম্যাচ জেতা সম্ভব।

লিটন দাস মেহেদী হাসান

এই রান নিয়েই বাংলাদেশ জিতে যাবে, সেই আশা করা একটু বাড়াবাড়িই মনে হচ্ছিল। কিন্তু দিনের শেষ এক ঘণ্টার রোমাঞ্চকর ক্রিকেটে ম্যাচের আবহ পাল্টে গেছে। বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে ঐতিহাসিক জয়ের।

এক ঘণ্টার পাগলাটে ক্রিকেটে ভারত ৪৫ রান তুলতেই হারিয়েছে ৪ স্বীকৃত ব্যাটসম্যানের উইকেট। এর ৩টিই নিয়েছেন মিরাজ। ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে ভারতের আরও ১০০ রান দরকার, হাতে ৬ উইকেট।

টেস্ট ক্রিকেট লিটন দাস

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। যতই বড় ব্যাটার থাকুক, হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। এসেই যদি ২ উইকেট নিয়ে নিতে পারি, এরপর ঋষভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পর আবেগঘন স্ট্যাটাস দিয়েছে মেসির স্ত্রী।

এই মুহূর্তে বাংলাদেশ এগিয়ে আছে বলে মনে করছেন লিটন। তিনি আরও বলেন, অবশ্যই এ মুহূর্তে আমরাই এগিয়ে, তারা চাপে আছে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততে হবে, পরিকল্পনা এটুকুই। বরং ভালো পরিকল্পনা থাকতে পারে তাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *