শাকিব-বুবলীর লিডার, আমিই বাংলাদেশ

বার্তাসেন্টার সংবাদদাতা

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২, ২৩:৫০

শাকিব-বুবলীর জীবনে দুজনের বিচ্ছেদ-বিষাদের ঢেউয়ের মধ্যেই নতুন একটি সুখবর এলো। তবে ব্যক্তিগত কোনো বিষয়ে নয়, তাদের অভিনীত সিনেমা লিডার, আমিই বাংলাদেশ মুক্তির অনুমতি পেয়েছে।

শাকিব-বুবলীর সিনেমা

ব্যক্তিগত ও দাম্পত্য কলহ নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনায় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। ২০১৭ সালে শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরে। ওই সময় অপু এ ভাঙনের জন্য বুবলীকেই দায়ী করেন।

শাকিব খানের জীবনে বুবলীর আগমনের কারণেই অপু বিশ্বাস এই নায়কের সঙ্গে তার গোপন বিয়ের খবর সামনে নিয়ে আসেন। তাও সন্তান সমেত। সেই ভাঙা ঘর আর জোড়া লাগেনি। ঠিক পাঁচ বছর পর বুবলীর সঙ্গেও একই আচরণ করেন শাকিব খান। তারাও গোপনে বিয়ে করেন। বুবলীর গর্ভেও জন্ম নেয় শাকিবের আরেক সন্তান। অপুর মতো বুবলীর ঘটনাও গোপন রাখেন শাকিব।

অপু বিশ্বাসের মতো এখন বুবলীও শাকিবের জীবনের অতীত। দুজন আলাদা থাকছেন। ধারণা করা হচ্ছে শাকিব-বুবলীর বিচ্ছেদও হয়ে গেছে।

আরও পড়ুন: সহপাঠীকে বিয়ে করলেন পাকিস্তানি পেসার হারিস রউফ।

দুজনের বিচ্ছেদ-বিষাদের ঢেউয়ের মধ্যেই নতুন একটি সুখবর এলো শাকিব-বুবলীর জীবনে। তবে ব্যক্তিগত কোনো বিষয়ে নয়, তাদের অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ পেয়েছে মুক্তির অনুমতি।

২২ ডিসেম্বর ছবিটিকে আনকাট ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেই সঙ্গে জুটেছে প্রশংসাও। বোর্ডের সদস্য, চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেছেন, এটা অ্যাকশন, রোম্যান্স ও সামাজিক ঘরানার ছবি। দেশপ্রেমের বিষয়টিও আছে। সেন্সর বোর্ডের সদস্যদের কাছে ছবিটি উপভোগ্য লেগেছে। দর্শকের কাছেও হয়ত চমৎকার লাগবে।

এ খবরে কেবল শাকিব-বুবলী নন, আনন্দিত অনুরাগীরাও। কেননা অনেক দিন ধরেই শাকিবের নতুন কোনো ছবির উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *