শপথ শেষে হত্যা মামলায় চার ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার
বার্তাসেন্টার সংবাদদাতা
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ১৩:৪২রাঙামাটি জেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথের পর জেলা প্রশাসক কার্যালয় থেকে ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে শপথ বাক্য পাঠ করতে আসলে বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসনের কার্যালয় হতে ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন-সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন চাকমা, নানিয়ারচর সাবেক্ষং ইউনিয়নের সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়নের অমল কান্তি চাকমা ও বুড়িঘাট ইউনিয়নের প্রমোদ খীসা।
নির্বাচিত ওই চার ইউপি চেয়ারম্যান রাঙামাটির নানিয়ারচরের উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানান রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপশ রঞ্জন ঘোষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত রাঙামাটির ১০টি উপজেলার চেয়ারম্যান শপথ নিতে উপস্থিত হয় জেলা প্রশাসক কার্যালয়ে।
একই সময় উপস্থিত হয় রাঙামাটি নানিয়ারচর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও বুড়িঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রমোদ খীসা।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান যথা সময়ে শুরু করেন শপথ বাক্য। এ সময় রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ শেষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হলে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরে তাদেরকে নানিয়ারচর থানা পুলিশের কারেছ হস্তান্তর করে ডিবি পুলিশ।
আরও সংবাদ পড়ুন: অনশন ভাঙবেন না শাবিপ্রবি শিক্ষার্থীরা, সংবাদ সম্মেলনে ঘোষণা।
রাঙামাটি নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানান, গ্রেফতারকৃতরা আলোচিত এডভোকেট শক্তিমান চাকমা ও তপন জ্যোতি চাকমা বর্মা হত্যা মামলার আসামি। তাদের প্রত্যেকের নামে নানিয়ারচর থানায় হত্যা মামলা রয়েছে।
এছাড়াও তাদের বিরুদ্ধে লংগদু থানার নিরিহ রঞ্জন চাকমা ও নানিয়ারচর থানার শান্ত চাকমা, কোলময় চাকমা হত্যা মামলারও ওয়ারেন্ট রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের নজরের বাইরে পালিয়ে ছিল। এ ঘটনায় তাদের আটক করা হয়েছে।
Comments