রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পণ্য রাশিয়া থেকে বিকল্প পথে আসছে
বার্তাসেন্টার সংবাদদাতা
বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৩রাশিয়া থেকে পাঠানো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য বিকল্প পথে আসছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রোসাটমের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
রোসাটম জানিয়েছে, পণ্য পরিবহনে বিলম্বের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কোনো প্রভাব পড়বে না। নির্ধারিত সময়ের কথা মাথায় রেখেই প্রকল্পের নির্মাণ কাজ চলছে। এরই মধ্যে বিকল্প পথের খোঁজ মিলেছে। এখন সেই বিকল্প পথেই পণ্য পাঠানো হবে ।
আরও পড়ুন: নবনির্বাচিত রাষ্ট্রপতি কে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ।
এর গত বছরের অক্টোবরে রাশিয়া থেকে রূপপুর প্রকল্পের পণ্যবাহী ‘উরসা মেজর’ নামে জাহাজ মোংলা বন্দরে নোঙরে বাংলাদেশের অনুমতি চায়। কিন্তু ঢাকার মার্কিন দূতাবাস জানায়, এটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘স্পার্টা-৩’ নামে একটি রুশ জাহাজ। যেটির নাম বদল করে ‘উরসা মেজর’ করা হয়েছে। জাহাজটিকে বন্দরে ভিড়তে দিলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে হবে বলে জানিয়ে দেয়। এরপরই বাংলাদেশ সরকার ঢাকার রুশ দাতাবাসকে, উরসা মেজরকে দেশের কোনো বন্দরে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।
ইতিমধ্যে বাংলাদেশ প্রায় ৭০টি রুশ জাহাজকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
Comments