রাশিয়ার বৃদ্ধাশ্রমে আগুন নিহত বেড়ে ২২

বার্তাসেন্টার সংবাদদাতা

শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২, ২৩:২৫

রাশিয়ার সাইবেরীয় শহর কেমেরভোতে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ছয়জন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

রাশিয়ার বৃদ্ধাশ্রমে আগুন

ফায়ার সেফটি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পান। আগুন নিয়ন্ত্রণে প্রায় ২৮টি গাড়ি এবং ৮০টি দমকলকর্মী কাজ করছিল। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের উপর কাজ চালিয়ে যাচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, উষ্ণায়নকারী বয়লারের ত্রুটির কারণে আগুন লেগেছিল।
পুলিশ জানিয়েছে, ভবনের দ্বিতীয় তলা পুরো পুড়ে গেছে। এই মুহূর্তে, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।

দেশের খবর: দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বৃদ্ধাশ্রমটি অবৈধভাবে ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়ে আসছে।

এর আগে ২০১৮ সালে কেমেরভো শহরের একটি অবকাশ কেন্দ্রে আগুনের ঘটনায় ৩৭ শিশুসহ ৬০ জনের প্রাণহানি ঘটে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *