রবিবার বিকাল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল

বার্তাসেন্টার সংবাদদাতা

রবিবার, ২২ জানুয়ারি ২০২৩, ০১:১৯

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল যাত্রী পরিবহণ করবে, প্রথমবারের মতো ৯ ঘণ্টা চলাচল করবে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

দেশের প্রথম মেট্রোরেল

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বা এমআরটি লাইন-৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রী পরিবহণ শুরু করে ডিএমটিসিএল। ২৫ জানুয়ারি থেকে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কী করে দেব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসলিম­দের সুবিধার্থে রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মাধ্যমে রোববার শেষ হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *