মধুমিতা সরকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫১

টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। এক ফেসবুক লাইভে এমনটা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রোববার কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময়ে মধুমিতাকে বহনকারী গাড়িটিকে একটি লড়ি ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় তার গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই টালিউড অভিনেত্রী

ফেসবুক লাইভে মধুমিতা বলেন, ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময়, খুবই ভয়াবহ ঘটনা ঘটে আমার সঙ্গে। আমি ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম। একটা লরি এসে আমার গাড়িতে খুব জোরে ধাক্কা মারে। অনেক বাজে কিছু হতে পারত। ভগবানের কৃপায় তা হয়নি। আমি একেবারে সুস্থ আছি।

অভিনেত্রী জানিয়েছেন, এই দুর্ঘটনার পরেও তিনি পূজা দিয়েছেন মন্দিরে। আর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন, সব সময় সঙ্গে থাকার জন্য।

ছোটবেলা থেকেই শিবের ভক্ত মধুমিতা। যখনই সুযোগ পান শিব মন্দিরে পূজা দেন। এর আগে দেওঘরে গিয়ে বৈদ্যনাথ মন্দিরেও পূজা দিতে দেখা গিয়েছিল তাকে।

Comments

Comments are closed.