ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩
ফরিদপুর সংবাদদাতা
সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩, ০০:১৬ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধরমরদী গ্রামের বাকি শেখের পুত্র মাইনুদ্দিন সেখ (৩৫), মাইনুদ্দিনের কন্যা তাবাসসুম (১০) এবং মাইনুদ্দিনের শ্যালক ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের মিরাজ মাতুব্বরের পুত্র সৌরভ মাতুব্বর (১৬)।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে এবং নিহতদের স্বজনদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ভাঙ্গা থেকে একটি মোটরসাইকেল যোগে তারা নগরকান্দার দিকে যাচ্ছিল। খুলনা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে তাদের বহনকারী হোন্ডার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ তিন ভাইয়ের বিরুদ্ধে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর হোসেন জানান, মাইনুদ্দিন ও সৌরভ ঘটনাস্থলেই নিহত হয়েছে। তাবাসসুম কে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকৃত মৃত ঘোষণা করেন। তিনজনের লাশ এই মুহূর্তে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
Comments