ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে চিনি বিক্রি করায় জরিমানা

বার্তাসেন্টার সংবাদদাতা

শনিবার, ২২ অক্টোবর ২০২২, ২১:০৪

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে চিনি বিক্রির অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, খোলা বাজারে সরকার নির্ধারিত চিনির মূল্য ৯০ টাকা। অথচ কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তাদের কাছে প্রতি কেজি চিনি ১০৫-১১০ টাকা দরে বিক্রয় করছিলেন।

আরও পড়ুন: যশোরে শরীরে লুকিয়ে রাখা ১২ কেজি সোনা জব্দ।

আজকের অভিযানে চিনির মূল্য বেশি রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে রিপন স্টোরকে ৪ হাজার, মিনা বাজার স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স নূরতাজ স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স মথুর পাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *