বিশ্বকাপ দলে জায়গা পেলেন সৌম্য-শরিফুল
বার্তাসেন্টার সংবাদদাতা
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২, ২৩:০৬টি-২০ বিশ্বকাপ দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দলে জায়গা পেয়েছে স্ট্যান্ডবাই হিসেবে থাকা দুই ক্রিকেটার সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। সেইসঙ্গে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন ব্যাটার সাব্বির রহমান ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
আইসিসির অনুমোদন ছাড়ায় সুপার টুয়েলভে থাকা দলগুলো ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারবে। আর তাই শুক্রবার (১৪ অক্টোবর) চূড়ান্ত দল ঘোষণা করলো বিসিবি।
সর্বশেষ এশিয়া কাপ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন ব্যাটার সাব্বির রহমান। জাতীয় দলে এসে ওপেনিংয়ে থিতু হওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ওপেনিংয়ে ৪ ম্যাচে মাত্র ৩১ রান করেছেন এই ব্যাটার। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচের পর দল থেকে বাদ পড়ে সাব্বির। আর তার জায়গায় দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলে বাংলাদেশ দলের টেকনিক্যাল কন্স্যালেন্ট শ্রীধরণ শ্রীরামের নজড় কাড়েন এই ওপেনার ব্যাটার।
অন্যদিকে ইনজুরি কাঁটিয়ে দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন করতে পারেননি নিজের নামের প্রতি সুবিচার। দলে ফিরে ৫ ম্যাচ খেলে ৬১ গড়ে নিয়েছেন ৩টি উইকেট। তার বোলিং ইকোনমি ১০.৮৭। আর তাই তার জায়গায় দলে নেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকে। সম্প্রতি পারফরম্যান্সে সাইফউদ্দিনের চেয়ে এগিয়ে আছেন তিনি।
সাব্বির-সাইফউদ্দিন দুজনই এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। তারা দুজনই দেশে ফিরে আসবেন বলে জানায় বিসিবি। বাদ পড়া এই দুই ক্রিকেটার স্ট্যান্ডবাই হিসেবে থাকবে কিনা তা নিশ্চিত করে কিছু বলেনি বিসিবি।
Comments