বিক্ষোভ চলছে ৩৫ টি প্রেক্ষাগৃহে

বার্তাসেন্টার সংবাদদাতা

শুক্রবার, ১০ জুন ২০২২, ২৩:৪৭

শামীম আহমেদ রনি পরিচালিত বাংলা সিনেমা বিক্ষোভ । সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ওপার বাংলার শ্রাবন্তী চ্যাটার্জি ও শান্ত খান। আজ শুক্রবার (১০ জুন) সারাদেশের মোট ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।

বিক্ষোভ শ্রাবন্তী শান্ত খান

সিনেমাটিতে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে দেখা যাবে একজন শিক্ষিকার ভূমিকায়। শান্ত খান অভিনয় করেছেন ছাত্রের ভূমিকায়। গাড়িচাপায় সহপাঠীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমে হয়ে ওঠেন প্রতিবাদী ছাত্রনেতা, নেতৃত্ব দেন আন্দোলনের। তাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে রাস্তায় নামেন সুন্দরী শিক্ষিকা শ্রাবন্তীও।

গতকাল সন্ধ্যা ৭টায় কেরাণীগঞ্জের লায়ন সিনেমাসে অনুষ্ঠিত হয় ‘বিক্ষোভ’ সিনেমার প্রিমিয়ার শো। সেখানে সিনেমার পরিচালক-প্রযোজক, অভিনয়শিল্পীসহ শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

আরও বিনোদন সংবাদ পড়ুন: উত্তর আমেরিকার ৮০টি হলে চলবে ‘শান’ সিনেমা।

সবাইকে প্রেক্ষাগৃহে যাওয়ার আহ্বান জানিয়ে শান্ত খান বলেন, একটা সিনেমা নির্মাণে ক্যামেরার সামনে-পেছনে অনেক মানুষের কষ্ট জড়িয়ে থাকে। সেক্ষেত্রে ভালো একটা ফলাফল পেলে আমাদের মনের আশা পূরণ হবে। সিনেমাটা দেখলে মানুষের ভালো লাগবে, এতটুকু বলতে পারি।

সিনেমাটিতে শ্রাবন্তী ও শান্ত খান ছাড়াও আরো অভিনয় করেছেন, প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলম প্রমুখ। এটি প্রযোজনা করেছেন স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *