বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বার্তাসেন্টার সংবাদদাতা

বুধবার, ৯ নভেম্বর ২০২২, ২৩:৩২

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিএসএফের গুলিতে নিহত

বুধবার (৯ নভেম্বর) ভোররাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি ১৫ বিজিবি ক্যাম্পের অর্ন্তগত ভারতের কইমারী বটথর ক্যাম্পের সীমান্তে ৯২১/৯২২ পিলারের মাঝামাঝি স্থানে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হন।

নিহতরা হলেন আদিতমারী উপজেলার মহিষতুলী গ্রামের সানোয়ারের পুত্র ওয়াছ কুরোনী (৩২) ও একই উপজেলার মহিষতুলি ঝাড়িঝাড় গ্রামের সাদেক আলী পুত্র আইনাল হেসেন (৩০)।

আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, বুধবার গভীর রাতে বাংলাদেশের লোহাকুচি ১৫ বিজিবি ক্যাম্পের অর্ন্তগত ভারতের কইমারী বটথর ক্যাম্পের সীমান্তে কাটাতারের বেড়া দিয়ে গরু পারাপার করতে গেলে ভারতের ৭৫ বিএসএফের টহলরত সদস্যরা দেখে ফেলে তাদেরকে গুলি করে। এ সময় তারা দুজনই ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, বুধবার সকালে এলাকাবাসী ও আত্নীয়রা খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন। নিহতদের বাড়ীতে চলছে শোকের মাতন।

আদিতমারী থানার ওসি মেক্তারুল ইসলাম জানান খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *