বাংলা পরীক্ষায় ইংলিশরা ‘ডাহা ফেল’

বার্তাসেন্টার সংবাদদাতা

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩, ২০:৫৬

ইতিহাস আগেই রচনা হয়েছিল। প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি জয়। এরপর টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বটে। এবার হলো আরও বড় ইতিহাস। প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করেছে টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজ জয়

ওয়ানডেতে সিরিজ হারার পর অনেকেই বলেছিল, `ইংলিশ পরীক্ষায় পাশ করেত পারেনি টাইগাররা।’ তবে সিরিজ খোয়ালেও ধবলধোলাই হয়নি তামিমের দল। ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা।

কিন্তু টি-টোয়েন্টিতে মুদ্রার ওপিঠ দেখাল বাংলাদেশ। চট্টগ্রামে দাপুটে জয়ের পর মিরপুরেও বেন স্টোকসদের দাঁড়াতে দিল না টাইগাররা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাওয়াশ করে ছেড়েছে।
এবার যেন বাংলা পরীক্ষায় কোনো নম্বরই তুলতে পারলো না ইংলিশরা। বিপরীতে টি-টোয়েন্টি তে খানিকটা দুর্বল হিসেবে পরিচিত হলেও এবার যেন ভিন্ন রূপ দেখাল সাকিব আল হাসানের দল।

ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং নয়। এবার বাংলাদেশ দলীয় একতায় করেছে বাজিমাত। ব্যাটিংয়ে ঘাটতি সামলে নিয়ে বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে। আবার বোলিংয়ের ঘাটতি সামলে নিয়েছে ব্যাটে।

এককথায় অসাধারণ খেলেই সিরিজটা কব্জাগত করে নিয়েছে মোস্তাফিজ তাসকিন, লিটনরা। এবার উইকেটের সুবিধা নেওয়ার রবটাও খুব একটা শোনা যায়নি। এবার ঘরের মাঠে ছিল টাইগারদের দক্ষতার সুনিপুণ প্রদর্শনী।

Comments

One response to “বাংলা পরীক্ষায় ইংলিশরা ‘ডাহা ফেল’”

  1. […] ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। দল হিসেবে বাংলাদেশ কতটা ভালো সেটা আমরা জানি। আমরা দল […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *