বডিবিল্ডার জাহিদ ইস্যুতে ফেডারেশনের সংবাদ সম্মেলন
বার্তাসেন্টার সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২, ২১:১৫বডিবিল্ডার জাহিদ হাসানের পুরষ্কারে লাথি দেওয়াকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গন সরগরম। পুরষ্কারে লাথি দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে নানা মন্তব্য করেন জাহিদ হাসান শুভ।
রোববার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অখেলোয়াড় সুলভ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে জাহিদ হাসান শুভকে আজীবন বহিষ্কার করে। এছাড়া নিশ্চুপ ছিল ফেডারেশন। তবে এবার বডিবিল্ডার জাহিদ ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন।
আমাদের আরও সংবাদ: মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩১ ডিসেম্বর) জাহিদ হাসান শুভর ইভেন্টে দ্বিতীয় হওয়া, তাকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং এর প্রেক্ষিতে জাহিদের বক্তব্য সামগ্রিক সব কিছু নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন। শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
Comments