ফেসবুক লগআউট হয়ে গেছে, আর প্রবেশ করা যাচ্ছে না।

বার্তাসেন্টার সংবাদদাতা

মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪, ২২:০৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার আওতাধীন ফেসবুক এর সার্ভার ডাউন হতে দেখা গেছে। বিশ্বজুড়ে হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েছেন।

ফেসবুক লগআউট হয়ে গেছে

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

জানা গেছে, ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়ে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। এরপর আবার নতুন করে কেউ ফেসবুকে লগইন করতে পারছে না।

প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রিপোর্টার মলয় কুমার দত্ত বলেন, হঠাৎ করেই লগ আউট হয়ে গেছে। এরপর থেকে ফেসবুকে ঢুকতে পারছি না।

তবে মেটা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *