ফরিদপুরে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা
বার্তাসেন্টার সংবাদদাতা
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২, ২৩:০২ফরিদপুরের আলফাডাঙ্গায় গলায় ওড়না পেঁচিয়ে শিলা তালুকদার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ শনিবার (০৩ ডিসেম্বর) বেলা ১০টার দিকে উপজেলার মিঠাপুর গ্রামের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটেছে।
শিলা তালুকদার ওই গ্রামের জাহাঙ্গীর তালুকদারের মেয়ে ও আলফাডাঙ্গার বেজিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, উপজেলার মিঠাপুর গ্রামের নিজবাড়িতে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করার জন্য শিলা তালুকদার নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের লোকজন টের পেয়ে ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক বিনয় বাড়ৈ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় শিলা তালুকদারের বাবা জাহাঙ্গীর তালুকদার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
Comments