প্রস্তুতি ম্যাচে আমিরাতকে ৫-০ গোলে হারালো আর্জেন্টিনা
বার্তাসেন্টার সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২, ০০:৪৮সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা । বুধবার (১৬ নভেম্বর) কাতার বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন আজাদ স্টেডিয়ামে মাঠে নামে দু’দল। ম্যাচে প্রথমার্ধ ৪-০ গোলে এগিয়ে থাকলেও খেলার শেষ পর্যন্ত ৫ গোল করতে সক্ষম হয় স্কলানির শীর্ষরা। অন্যদিকে পুরো খেলায় একটিও গোলের দেখা পায়নি সংযুক্ত আরব আমিরাত।
ম্যাচ শুরুর ১৭ তম মিনিটেই আর্জেন্টিনা এগিয়ে যায়। জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় মেসি বাহিনী। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনা। ম্যাচের ২৫ মিনিটে আবারও গোলের দেখা পায় মেসিরা।
আরও পড়ুন: চার বছরে আমি একবারই পাগল হই: আসিফ আকবর।
এরপর ম্যাচের ৩৬ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। ৩-০ গোলে এগিয়ে থেকেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষের দিকে কুচিত্তিনির গোলে ৪-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৪ মিনিটে গোল করেন তিনি। ৪-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে থেকে বিরিতিতে যায় মেসিবাহিনী।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যাচের ৬০ মিনিটে আমিরাতের বিপক্ষে পঞ্চম গোলটি করেন জ্যাকুইন। এরপর আরও বেশকিছু সুযোগ পেলেও আর কোনো গোলের দেখা পায়নি মেসিরা। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
Comments