নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাশিয়াকে শর্ত দিয়েছে যুক্তরাজ্য
বার্তাসেন্টার সংবাদদাতা
বুধবার, ৩০ মার্চ ২০২২, ২১:১৫যুক্তরাজ্য বেশ কিছু শর্ত দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে। ব্রিটেনের ভাষ্যমতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে শুধু যুদ্ধবিরতি নয়, প্রতিবেশীদের সঙ্গে নীতিতে পরিবর্তন আনতে হবে রাশিয়াকে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বাশিয়ার সংবাদ মাধ্যম তাস।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, রাশিয়া এখন যে অবস্থানে, তা পরিবর্তনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতে মস্কোর ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে হবে। আর ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে হবে।
রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে বেশ কিছু শর্ত দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস।
তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর আগ্রাসন চালানো বন্ধ করে এবং প্রতিশ্রুতি দেয় যে, পুনরায় ইউক্রেনে আর কোনো আগ্রাসন চালাবে না, তাহলেই রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
রাশিয়ার পণ্য, সেবা, সম্পত্তি, ব্যাংক রিজার্ভ, লেনদেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে নেতৃত্বে দিচ্ছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
Comments