নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ২

বার্তাসেন্টার সংবাদদাতা

রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১, ২২:২৯

নারায়ণগঞ্জ নগরের ১ নম্বর রেলগেট এলাকায় রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

আহতদের গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। নগরের ১ নম্বর রেলগেট এলাকায় লেভেল ক্রসিংয়ে নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার থেকে বাস টার্মিনাল যাচ্ছিল আনন্দ পরিবহনের একটি বাস। আনন্দ পরিবহনের বাসটি লেবেল ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকলে দ্রুতগতিতে আসা ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ​লঞ্চে অগ্নিকাণ্ড – নিখোঁজদের সন্ধানে হাসপাতালে স্বজনদের ভিড়।

শাহ্ জামান আরও জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছেন। ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের একটি পা উদ্ধার করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *