নতুন ফ্র্যাঞ্চাইজিতে আইপিএল এ দুর্দান্ত মুস্তাফিজ

বার্তাসেন্টার সংবাদদাতা

শনিবার, ২ এপ্রিল ২০২২, ২২:৪৪

কাটার মাস্টার মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি আইপিএলে প্রথমবারের মতো মাঠে নামলেন মুস্তাফিজ। আর নেমেই ৪ ওভারে মাত্র ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন টাইগার পেসার।

কাটার মাস্টার মুস্তাফিজ

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুস্তাফিজ এর প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যাত্রা। আইপিএল অভিষেকে আরসিবির বিপক্ষে ২৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ।

চলতি মৌসুমে নতুন আরেক ফ্র্যাঞ্চাইজি পেলেন মুস্তাফিজ। প্রথমবারের মতো দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন বাংলাদেশি এই পেসার। নতুন ফ্র্যাঞ্চাইজিতে সেই পুরানো কাটার মাস্টার মুস্তাফিজকেই যেন খুঁজে পাওয়া গেল। এবার বরং আরও দুর্দান্ত ছিলেন টাইগার এই পেসার।

মুস্তাফিজ অসাধারণ বোলিং করলেও তার দল দিল্লির বাকি বোলারদের ব্যর্থতায় বড় সংগ্রহ পেলো গুজরাট। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ তোলে গুজরাট। দলটির পক্ষে শুভমান গিল ৪৬ বলে ৬ চার ও ৪ ছয়ে করেন ৮৬ রান। এছাড়াও হার্দিক পান্ডিয়া ৩১ ও ডেভিড মিলার অপরাজিত ২০ রান করেন।

দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমান ছাড়া খলিল আহমেদ ৩৪ রানে নেন ২ উইকেট। এই সংবাদ লেখা পযর্ন্ত ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটের বিনিময়ে ৭ ওভারে ৫৪ রান সংগ্রুহ করতে পেরেছে ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালস।

প্রথম আইপিএল যাত্রায় চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিলেন মুস্তাফিজ। জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার। এবারও শুরুটা দারুণ করলেন টাইগার এই পেসার। এবারও কী তবে? সময়ের কাছেই উত্তরটি তোলা থাকলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *