দেশের সকল আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বার্তাসেন্টার সংবাদদাতা

সোমবার, ২১ নভেম্বর ২০২২, ১০:৫৪

পুলিশের চোখে স্প্রে করে ঢাকার নিম্ন আদালত থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর সারাদেশের আদালতগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

নিরাপত্তা জোরদারের নির্দেশ

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সারাদেশের অধস্তন আদালতগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ পাঠানো হয়েছে। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় ৫ জন সিএনজি যাত্রী নিহত।

উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *