দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

বার্তাসেন্টার সংবাদদাতা

বুধবার, ২৩ মার্চ ২০২২, ২২:২৫

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয় করেছে টাইগাররা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। রচিত হয়েছে নতুন ইতিহাস।

টাইগারদের সিরিজ জয়
দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের সিরিজ জয়

প্রথমে অবিশ্বাস্য বোলিং ও ফিল্ডিং, এরপর চোখধাঁধানো ব্যাটিং। দুই ওপেনারের রেকর্ড জুটি। তামিম ইকবালের সৌরভ ছড়ানো সব শট, লিটন দাসের ব্যাটে নান্দনিকতার পাশাপাশি সতর্কতা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আজ (২৩ মার্চ) নতুন ইতিহাস রচনার পথে বাংলাদেশের পারফরম্যান্স ছিল এমনই মনোমুগ্ধকর।

ওপেনিংয়ে তামিম ইকবাল ও লিটন দাসের জুটি থেকে এসেছে ১২৯ রান। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। তামিম ইকবাল খেলেছেন ৮২ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস। টার্গেটের স্বল্পতার কারণে সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। তবু, অপরাজিত থেকে যা করেছেন সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে।

আউট হওয়ার আগে লিটন দাস করেছেন ৫৭ বলে ৪৮ রান। ওয়ানডাউনে নেমে সাকিব আল হাসান ২০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। তাদের তিন জনের নৈপূণ্যে মাত্র ২৬.৩ ওভারে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম বাহিনী।

টাইগারদের সিরিজ জয় তাসকিন

এর আগে টস জিতে প্রথমে ব্যার্টিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপের মুখে মাত্র ১৫৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।

আজ (২৩ মার্চ) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের আগুন ঝড়া বোলিংয়ে মাত্র ৩৭ ওভার পর্যন্ত ক্রিজে টিতে থাকতে পেরেছে প্রোটিয়ারা। ১০ উইকেটের বিনিময়ে ৩৭ ওভারে মাত্র ১৫৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এটি টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের সর্বনিম্ন স্কোর।

এই ম্যাচেই বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার। ওয়ানডেতে তাদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ উইকেট শিকার করেছেন তাসকিন।

এছাড়া সাকিব আল হাসান ২টি এবং মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন। অন্য উইকেটটি রানআউট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *