তিন দাবি সামনে রেখে ২৪ ঘণ্টার আলটিমেটাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বার্তাসেন্টার ডেস্ক

রবিবার, ২৮ জুলাই ২০২৪, ০২:২১

অতিদ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়াসহ সব মামলা প্রত্যাহার করা এবং ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা- এই তিন দাবি সামনে রেখে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই বিষয়গুলো মেনে না নিলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

এছাড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে রোববার গণসংযোগ ও প্রতিবাদী গ্রাফিতিও আঁকবেন তারা।

আরো পড়ুন: মেট্রোরেল ধ্বংসলীলা দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক মো. আবদুল হান্নান মাসউদ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার এবং সহ–সমন্বয়ক রিফাত রশীদ।

Comments

২ responses to “তিন দাবি সামনে রেখে ২৪ ঘণ্টার আলটিমেটাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”

  1. […] ইস্যুতে ডিবি কার্যালয়ে মারজুক রাসেল তিন দাবি সামনে রেখে ২৪ ঘণ্টার আলটিমেট… মেট্রোরেল ধ্বংসলীলা দেখে কাঁদলেন […]

  2. […] ইস্যুতে ডিবি কার্যালয়ে মারজুক রাসেল তিন দাবি সামনে রেখে ২৪ ঘণ্টার আলটিমেট… মেট্রোরেল ধ্বংসলীলা দেখে কাঁদলেন […]