তালাশের গানে বুবলি ও আদরের হাহাকার
বার্তাসেন্টার সংবাদদাতা
শনিবার, ২২ জানুয়ারি ২০২২, ২২:৪৪কিছুদিন আগে পয়লা পোস্টারে নীল বেদনা ছড়িয়েছিল ‘তালাশ’। এবার প্রথম গানে আরও মায়া ছড়ালো, শিরোনাম ‘মায়া মাখা’। পরিণতি না পাওয়া প্রেম, হৃদয়ের জমা ক্ষত, নিদানের ব্যর্থ চেষ্টা এই গান জুড়ে। বলছে, কেউ সুখী নয়! সৈকত নাসিরের ছবি ‘তালাশ’। এতে শবনম বুবলি ও আদর আজাদের গল্প উঠে এসেছে। কেউ কেউ বলছেন, গল্প বলে দিয়েছে গান। আবার কেউ বলছেন, গল্পের পরও থাকে গল্প। মায়া মাখা গল্প।
তালাশের প্রথম গান ‘মায়া মাখা’ মুক্তি পেয়েছে টাইগার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। রণক ইকরামের কথায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন এআর রাব্বি। সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। ‘মায়া মাখা তোর ছবিটা/ কোন আঁধারে বিলীন-ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ/ ফুঁকছি নিকোটিন..’ এমন হৃদয়গ্রাহী কথামালায় গানের ভিডিওটি যেন পুরো সিনেমার গল্পের প্রতীকী রূপ হয়ে ওঠেছে।
শবনম বুবলিকে কাছে পাওয়ার জন্য আদর আজাদের আকুলতা, হারিয়ে ফেলার পর উচ্ছন্নতা আর উদাসীনতার অপূর্ব দৃশ্যায়ন দর্শককে ছবিটি দেখার ব্যাপারে আগ্রহী করে তুলবে। এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের সিনেমা এটি। এই গানে দর্শক একটু ছোঁয়া পাবেন। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। আমি খুব ভাগ্যবান ভালো একটি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।
আরও বিনোদন সংবাদ পড়ুন: দর্শকের ভালোবাসায় মুগ্ধ অভিনেত্রী সামিরা খান মাহি।
সিনেমার গান প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, আমি জানি এই ছবির গল্পই এর মূল প্রাণ। কিন্তু মজার ব্যাপার হলো গান পাগল ছেলে-মেয়েদের গল্প হওয়ার কারণে সিনেমার গান নির্বাচনে প্রচুর সময় নিয়েছি। প্রায় ২০টির বেশি ট্র্যাক থেকে পাঁচটি গান বাছাই করা। আশা করছি, দর্শক নিরাশ হবেন না।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়। ঢাকা, কক্সবাজার, বিএফডিসি টানা শ্যুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়। সিনেমাটিতে শবনম বুবলি ও আদর আজাদ ছাড়াও আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।
Comments