টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, নেই মাহমুদুল্লাহ

বার্তাসেন্টার সংবাদদাতা

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি এক মাস। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আজ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ।

মাহমুদুল্লাহ ছাড়াই বিশ্বকাপ

সাকিব আল হাসানকে অধিনায়ক ও নুরুল হাসান সোহানকে সহঅধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। দলে আছেন সাব্বিরও। বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, বিজয় ও নাঈম।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর মিরপুরে বিসিবির কার্যালয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করেছে দলের নির্বাচক মিনহাজুল আবেদি নান্নু ও হাবিবুল বাশার সুমন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তার জায়গায় বিশ্বকাপ দলে সুযোপ পেয়েছেন তরুণ ইয়াসির আলী রাব্বী। চোটের কারণে এশিয়া কাপের দলে না থাকলেও রিয়াদের বয়স আর ফর্মহীনতা বিচারেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রাব্বী। চোট কাটিয়ে বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন লিটন দাস, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান।

আমাদের আরও সংবাদ পড়ুন: ভারতকে হারিয়ে সেমি ফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহঅধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *