টালিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ঋত্বিকা সেন
বার্তাসেন্টার সংবাদদাতা
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২, ০০:০৪অভিনেত্রী ঋত্বিকা সেন খুব ছোট বয়স থেকে অভিনয় শুরু করে ধীরে ধীরে টালিউড জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন। দেব, জিৎ, জিশু, বনির মতো তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে না নতুন কোনো সিনেমায়। আসল কারণ জানালে ঋত্বিকা নিজেই।
তিনি এখন ব্যস্ত দক্ষিণের সিনেমা নিয়ে। একের পর এক ছবিতে কাজ করছেন সেখানে। বিজয় সেতুপতির মতো সুপারস্টারের সঙ্গে তার একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে একই মঞ্চে চঞ্চল চৌধুরী।
ঋত্বিকা সেন বলেন, আমি কিন্তু চুটিয়ে তামিল-তেলেগু ছবিতে কাজ করছি। আর যারা বলছেন হারিয়ে গেছি, তারাই বলুন আমি যেমন সিনেমা করি তা আর এখানে হচ্ছে কই। যেসব অভিনেত্রী আমাকে কমপিটিশন মনে করতেন, আমার থেকে বড়, তারাও তো কম কাজ করছেন।
২০২১ সালে একটি মিউজিক ভিডিওয়ে ঋত্বিকা রোম্যান্স করেছেন, তার একসময়ের অনস্ক্রিন বাবা সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে। জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-তে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সম্রাট মুখোপাধ্যায় এবং ঋত্বিকা। তার পর ১২ বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার। আর সেখানে মেয়ে থেকে সোজা বউ।
Comments