জুনে মেসির আর্জেন্টিনা ঢাকায় আসছেন

বার্তাসেন্টার সংবাদদাতা

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩, ২৩:৫৩

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার উদ্যোগ সফল হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসতে পারে লিওনেল মেসির বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। মঙ্গলবার বাফুফে সূত্রে এমনটাই জানা গেছে। তবে আগামীকাল বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

শিরোপা জিতলো আর্জেন্টিনা

বাফুফে সূত্র জানিয়েছে, জুনে ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে প্রীতি ম্যাচ। তবে দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়ামটির সংস্কারকাজ চলছে। এজন্য বাফুফের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে।

বার্তাসেন্টার এর সর্বশেষ সংবাদ পড়তে গুগল নিউজ ফলো করুন

ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেখান থেকে বাছাই করে যেকোনো একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে।

আরও পড়ুন: ওয়াটার হিটার ব্যবহারে সতর্ক হতে হবে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ চলাকালে ঢাকায় মেসি ভক্তদের উন্মাদনা দেখেছেন আর্জেন্টাইনরা। পরে চ্যাম্পিয়নের মুকুট লিওনেল মেসির মাথায় ওঠার পর আর্জেন্টিনা দূতাবাসেও শুভেচ্ছা বিনিময় হয়েছে। তখন থেকেই গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনাকে ঢাকায় আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *