জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত যাচ্ছে: নায়িকা পরীমণি

বার্তাসেন্টার সংবাদদাতা

বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২, ২৩:৪৩

ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণির জীবনে সবচেয়ে সুন্দর সময় যাচ্ছে এখন। চিত্রনায়িকা পরীমণি বিয়ে, সংসার, অন্তঃসত্ত্বা ও সিনেমার কাজে নিয়ে জীবনের স্বর্ণালী সময় পার করছেন।

জনপ্রিয় নায়িকা পরীমণি

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ‘মুখোশ’-এর প্রিমিয়ার শো। যেখানে সিনেমাটির পরিচালক ইফতেখার শুভর সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, চিত্রনায়িকা পরীমণি, চিত্রনায়ক রোশানসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলী।

এদিন পরীমণি বৃদ্ধ নানা ও স্বামী শরিফুল রাজকে নিয়ে সিনেমা হলে হাজির হন। এ সময় তাদের সাথে ছিলেন চয়নিকা চৌধুরী।

ইফতেখার শুভ পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত মুখোশ সিনেমাটি ৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ৩৮ প্রেক্ষাগৃহে।

পরীমণি স্বামী শরিফুল রাজ
প্রিমিয়ার শোতে পরীমণির সাথে বৃদ্ধ নানা , স্বামী শরিফুল রাজ ও চয়নিকা চৌধুরী

পরীমণি বলেন, ‌আমার প্রতিটি সিনেমা মুক্তির সময় মনে হয়, প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে। ‘মুখোশ’র বেলাতেও তাই মনে হচ্ছে, টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! পরিচালক শুভ ভাইয়ের প্রথম সিনেমা, কিন্তু অভিষেকেও তিনি দারুণ কাজ করেছেন। আশা করছি, এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে।

পরীমণির কথায়, বর্তমানে অনেক সুন্দর সময় পার করছি। যেটার অনুভূতি বলে প্রকাশ করা যাবে না।

‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে। ব্যাচেলর ডটকম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ সিনেমাটি নির্মিত হয়েছে।

আরও পড়ুন: চিত্রনায়িকা রত্না সর্বাধিক ভোট পেয়ে আবারও বিজয়ী।

মোশাররফ করিম, পরীমণি, রোশান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, এলিনা শাম্মি, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, অলংকার চৌধুরী প্রমুখ।

এর আগে ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ ঊর্ধ্বমুখী হওয়ায় আটকে যায় ‘মুখোশ’।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *