চুয়াডাঙ্গার দর্শনায় দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ
বার্তাসেন্টার সংবাদদাতা
মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ২২:১৫চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার মেমনগর থেকে ভারতে পাচারমুখী ২৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। জব্দ করা সোনার ওজন দুই কেজি ৬৮৩ গ্রাম (২৩০ ভরি)। যার বাজার মূল্য এক কোটি ৪৫ লাখ টাকা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি এসব তথ্য নিশ্চিত করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে খবর আসে দর্শনা থানার মেমনগর এলাকায় পাচারের উদ্দেশ্যে বেশ কিছু স্বর্ণ হাতবদল হবে।
এ খবর পেয়ে সীমান্তের ৭৭ নম্বর মেইন পিলারের অদূরে অভিযান চালায় বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি পুটলিতে বাধা ২৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।
আমাদের আরও সংবাদ পড়ুন: রাজধানীতে দিনভর বৃষ্টি , ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বিজিবি অধিনায়ক আরো জানান, জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। এ ঘটনা বিজিবির নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
Comments