চিত্রনায়িকা রত্না সর্বাধিক ভোট পেয়ে আবারও বিজয়ী

বার্তাসেন্টার সংবাদদাতা

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে আবারো বিজয়ী হয়েছেন চিত্রনায়িকা রত্না কবির সুইটি। এক বছর মেয়াদি এ নির্বাচনে ২৯৮ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। গত মেয়াদের নির্বাচনেও রত্না কবির (৩৪৪) সর্বাধিক ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছিলেন।

চিত্রনায়িকা রত্না কবির সুইটি
ঢালিউড সিনেমার চিত্রনায়িকা রত্না কবির সুইটি।

পরপর দুইবার সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে চিত্রনায়িকা রত্না বলেন, ভীষণ ভালো লাগছে। আমি খুবই আনন্দিত। এই ভালোলাগা বোঝাতে পারব না। এবার নির্বাচন করার ইচ্ছা ছিল না। মনোনয়ন ফরম কেনার একদিনে আগে জানতে পারি নির্বাচনে অংশ নিতে হবে। সবার অনুরোধেই এবার নির্বাচনে অংশ নিই। সবাই আমাকে এতটা ভালোবাসে ধারণা ছিল না। করোনার কারণে গত মেয়াদে কাজ করতে পারিনি। যার কারণে এবার ভেবেছিলাম ফেল করব। তবে সবাই যেভাবে ভালোবাসা দেখিয়েছি তাতে আমি সবার কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন: অভিনেত্রী নাসরিন যে কারণে আত্মহত্যার হুমকি দিলেন।

এবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- মো. সাফি উদ্দিন সাফি (২৭৫), এম এ কামাল (২৬৬), আজিজ আহমেদ পাপ্পু (২৭৫), জসিম আহমেদ (২৪০), আনোয়ার হোসেন আনু (২২৪), মো. আব্দুল্লাহ জেয়াদ (২১৮), হানিফ আকন দুলাল (২১০), জাহান এম এ রহমান (২৬৭), রত্না কবির (২৯৮), শাহ মো. আলমগীর বাচ্চু (২২৭)।

গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬১৯ জন। তার মধ্যে ৪৫৭ সদস্য ভোট প্রদান করে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটিতে নেতৃত্বে ছিলেন আতিকুর রহমান লিটন, অন্যটিতে কামাল মো. কিবরিয়া লিপু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *