চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে গুঁড়িয়ে দিল জাপান
বার্তাসেন্টার সংবাদদাতা
বুধবার, ২৩ নভেম্বর ২০২২, ২১:৩৭কাতারের খলিফা ইন্টারন্যশনাল স্টেডিয়ামে চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে গুড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে জাপান ।
চার বছর আগে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলতে যাওয়া জার্মানি। এবার কাতার বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচেই এশিয়ার আরেক পরাশক্তি জাপানের কাছে ২-১ গোলে হেরে গেলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও সংবাদ: কাতারে জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপের ২২তম আসর।
ম্যাচের প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর জাপান জোড়া গোল করে জয় পায়।
রাশিয়া বিশ্বকাপের ভরাডুবির পর কাতারের মাটিতে নতুনভাবে শুরু করতে চেয়েছিলো জার্মানরা। তবে মরুর বুকের বিশ্বকাপেও প্রথম ম্যাচেই জার্মানদের দৈন্যদশায় যেন ফুটে উঠলো মাঠে।
১৯৫৪, ১৯৭৪, ২০০৬ এবং ২০১৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। এবারও খেতাব জেতার অন্যতম দাবিদার ছিল তারা।
Comments