চট্টগ্রামে ১২টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
বার্তাসেন্টার সংবাদদাতা
মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, ২১:৩৫অপারেশন থিয়েটরের (ওটি) পরিবেশ নোংরা থাকা, রোগী সেবা প্রদানের ওটি টেবিল মানসম্মত না থাকা ও লাইসেন্স নবায়ন না থাকার কারণে চট্টগ্রাম নগরের একটি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়। তাছাড়া নানা কারণে চট্টগ্রামের ১৫ উপজেলার ১১টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে পরিচালিত অভিযানে এসব স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার দ্বিতীয় দিনের মত পরিচালিত অভিযানে নগরের ১টি হাসপাতাল এবং ১৪ উপজেলার ১১টি হাসপাতাল-ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে বোয়ালখালী, রাঙ্গুনিয়া, বাঁশখালীতে ১টি করে, আনোয়ারায় ২টি, মীরসরাই ও লোহাগাড়ায় ৩টি করে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, দ্বিতীয় দিনের মত নগর ও উপজেলার স্বাস্থ্য কেন্দ্র সমুহে অভিযান পরিচালনা করা হয়। মোট ৫৩টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অভিযান পরিচালিত হয়। এর মধ্যে নানা অনিয়ম-অব্যবস্থাপনায় ১২টি হাসপাতাল-ডায়াগনস্টিক বন্ধ করা হয়। এসব প্রতিষ্ঠানের তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Comments