কুমিল্লা নগরীতে বিএনপির পৃথক পদযাত্রা
কুমিল্লা সংবাদদাতা
শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৯১০ দফা দাবি আদায়ের লক্ষে কুমিল্লা মহানগরীতে বিএনপির পৃথক দুটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে নগরীতে পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। একটি পদযাত্রা টমছম ব্রিজ থেকে অপরটি চকবাজার থেকে যাত্রা করে। পদযাত্রার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন-উর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপি সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ভিপি জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর যুগ্ম-আহবায়ক আতাউর রহমান ছুটি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজী আনোয়ারুল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। এসময় অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভূমিকম্পের ১৩ দিন পর শিশুসহ তিনজন জীবিত উদ্ধার।
Comments