কুমিল্লায় ট্রেনে কাটা পড়েএক নারীর মৃত্যু

বার্তাসেন্টার সংবাদদাতা

শনিবার, ১৯ নভেম্বর ২০২২, ২৩:৩৮

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুর রহমান।

ট্রেনে কেটে নারীর মৃত্যু

ঘটনার প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, মেয়েটি প্ল্যাটফর্মে বসে ছিল। ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় তিনি দৌড়ে ট্রেনের সামনে চলে যান। এসময় স্টেশনের মানুষজন চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু এত দ্রুত ঘটনাটি ঘটে তাকে বাঁচানোর কোনো সময় পাননি স্টেশনের অপেক্ষমাণ যাত্রীরা। ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গার বদরগঞ্জে ট্রাকের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃত্যু।

ইনচার্জ শফিকুর রহমান জানান, ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *