কাদা-মাটিতে গড়াগড়ি খাচ্ছে চিত্রনায়ক জায়েদ খান
বার্তাসেন্টার সংবাদদাতা
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২, ২১:১৯ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান গত কয়েক বছর চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে তার ব্যস্ততা একটু বেশিই ছিল। তবে আবারও তিনি আপন ভুবনে ফিরেছেন। এখন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জায়েদ।
সামাজিকমাধ্যমে একটি স্থিরচিত্র ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে- নদীর পাড়ে কাদা-মাটি আঁকড়ে পড়ে আছেন জায়েদ খান। কাঁদা মাখা শরীর, পরণে লুঙ্গি আর সাদা টিশার্ট, গলায় আছে মাদুলি। ছবিটি দেখে হুট করে মনে প্রশ্ন জাগতে পারে, নায়ক জায়েদ খানের এমন অবস্থা কেন?
জানা গেছে, জায়েদ খান এখন অবস্থান করছেন নিজের এলাকা পিরোজপুর জেলায়। সেখানে তিনি ‘সোনার চর’ সিনেমার শুটিং করছেন, শুটিং চলাকালীন স্থিরচিত্র এটি।
আরও পড়ুন: ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস নতুন রুপে আসছে।
চিত্রনায়ক জায়েদ খান বলেন, এই সিনেমায় একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। নিজের বাড়িতে থেকে কাজ করছি। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই। এজন্য মনটা ভালো না।
আরও পড়ুন: রাইড শেয়ার করতে গিয়ে তিন নায়িকার সঙ্গে প্রেম করছেন জোভান।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’ সিনেমাটি। এই সিনেমায় জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শাওন আশরাফ, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার,পাপিয়া মাহিসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান।
Comments