কলেজে ভর্তি আগের পদ্ধতিতেই হবে: শিক্ষামন্ত্রী দীপু মনি

বার্তাসেন্টার সংবাদদাতা

সোমবার, ২৮ নভেম্বর ২০২২, ২১:২০

এসএসসি পেরোনো শিক্ষার্থীদের কলেজে একাদশে ভর্তি আগের মত ফলাফলের ভিত্তিতেই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি । একাদশে ভর্তিতে আসন সংকটও নেই বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি

সোমবার (২৮ নভেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমাদের উচ্চ মাধ্যমিকের ভর্তি যে পদ্ধতিতে হয়, একদম সেই পদ্ধতিতে এবারও হবে। সেখানে আমাদের কোনো ব্যত্যয় নাই।

আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ।

আসন সংকটের বিষয়ে এক প্রশ্নে দীপু মনি বলেন, যে পরিমাণ আমাদের শিক্ষার্থী পাস করে, তার চেয়ে উচ্চ মাধ্যমিকে আমাদের আসন সংখ্যা অনেক বেশি। কাজেই আসন সংকটের কোনো সম্ভাবনা নেই।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কার্যক্রম পরিচালিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী। এ বিষয়ে তারা প্রতিবছর বিস্তারিত নীতিমালা প্রকাশ করে।

সরকারি-বেসরকারি কলেজ মিলিয়ে দেশে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ রয়েছে ২৫ লাখের মত শিক্ষার্থীর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *